চিনে লও দরবারী ভাই,
বাতুনি ভান্ডারী দরবার বেশী দূরে নাই।
সাত তালাতে চারিটি খুটি খেলা খেলে আলেক সাঁই।
হরদমে গোলজার,
চারিদিকে সিংহ দরজা ষোলটি কেয়ার,
যেতে পারে আসতে নারে হুকুম দাতার হুকুম নাই।
মূলে ষাইট হাজার জোরা,
জল আগুনে চলে দরবার বাতাসে পুরা,
জজবা জরব হালকা জিকির এক মিনিটও বিরাম নাই।
একটি গাছে উলটা মূল,
পাতায় পাতায় চন্দ্র গাথা শিকের দুই ফুল,
মন ভ্রমরা হয় আকুল সেই ফুলেরি মধু খাই।
কোটি সূর্য ঝলমল,
সারে চব্বিশ চন্দ্র জ্যোতিঃ অতি সুশীতল,
রমেশ বলে যোর কদমে চল বাতুনি দরবারে যাই।