চাঁদের ছুরতে আমার

চাঁদের ছুরতে আমার হরিয়া নিল প্রাণ মাইজভাণ্ডার গগনে উঠল অকলঙ্ক চাঁন।। শুক্ল পক্ষে পূর্ণমাসী কৃষ্ণ পক্ষে ক্ষয় হয় শশী, এই গগণে পূর্ণ শশী নিত্য বর্তমান।। গগণে যে চাঁদের জ্যোতিঃ সব জাগায় হয়না গতি, ভাণ্ডারী চাঁদ পূর্ণ জ্যোতিঃ সব জাগায় সমান।। অসংখ্য অসংখ্য চাঁদে, ভাণ্ডারী পায় পড়ি কাঁদে, রমেশ পড়ে মায়ার ফাঁদে জানেতে হয়রাণ।। লেখক: কবিয়াল […]

চাঁদের ছুরতে আমার হরিয়া নিল প্রাণ
মাইজভাণ্ডার গগনে উঠল অকলঙ্ক চাঁন।।

শুক্ল পক্ষে পূর্ণমাসী কৃষ্ণ পক্ষে ক্ষয় হয় শশী,
এই গগণে পূর্ণ শশী নিত্য বর্তমান।।

গগণে যে চাঁদের জ্যোতিঃ সব জাগায় হয়না গতি,
ভাণ্ডারী চাঁদ পূর্ণ জ্যোতিঃ সব জাগায় সমান।।

অসংখ্য অসংখ্য চাঁদে, ভাণ্ডারী পায় পড়ি কাঁদে,
রমেশ পড়ে মায়ার ফাঁদে জানেতে হয়রাণ।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

চাঁদের ছুরতে আমার