কোথায় তুমি আছ লুকিয়া

কোথায় তুমি আছ লুকিয়া। তুমি ত্রিজগত স্মরণীয় সবারি বরণীয়, কৃতার্থ ভুবনবাসী তব পদ চুমিয়া।। বিরহ বেদনা মম না সহে পরাণে, কেমনে ধরিব প্রাণ তব অদর্শনে, তোমার মিলন আশে আছে প্রাণ দেহ বাসে, বিরহের বিরহ আশে আছে শুধু চাহিয়া।। ধ্যান ধরা যোগীর মত অনিমেষে চেয়ে রই, নিশ্বাসে নিশ্বাসে ভাবি প্রাণ বন্ধু কই কই, বিরহ সাগরে পড়ি […]

কোথায় তুমি আছ লুকিয়া।
তুমি ত্রিজগত স্মরণীয় সবারি বরণীয়,
কৃতার্থ ভুবনবাসী তব পদ চুমিয়া।।

বিরহ বেদনা মম না সহে পরাণে,
কেমনে ধরিব প্রাণ তব অদর্শনে,
তোমার মিলন আশে আছে প্রাণ দেহ বাসে,
বিরহের বিরহ আশে আছে শুধু চাহিয়া।।

ধ্যান ধরা যোগীর মত অনিমেষে চেয়ে রই,
নিশ্বাসে নিশ্বাসে ভাবি প্রাণ বন্ধু কই কই,
বিরহ সাগরে পড়ি সদা হাবুডুবু করি,
তোল মোরে কৃপা করি, কর করে ধরিয়া।।

জ্বলন্ত তুষানলে সর্বাঙ্গ হলে দহন,
বিচ্ছেদ আগুনের রেণু সব নহে কদাচন,
রমেশ কয় দরদী বিনে, বুঝিবে কি অন্য জনে,
কেমনে দেখাব বল হৃদখানি খুলিয়া।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

কোথায় তুমি আছ লুকিয়া