ওহে প্রাণধন তব প্রেম অসাধ্য

ওহে প্রাণধন তব প্রেম অসাধ্য সাধন। বিচ্ছেদ কঠিন ধিক সঙ্কট মিলন।। তুমি হে প্রভাত জ্যোতি আমি হে মোমের বাত্তি। না দেখিলে জ্বলি গলি দেখিলে মরণ।। তুমি রূপ গুণেশ্বর, আমি প্রেমের কিঙ্কর। তোমা ধন পেলে কিন্তু জগতের তাজ্জন।। তব প্রেমের হাসরে প্রেম পিপাসী জ্বলি মরে। তুমি হে কাউচার বারি কৃপা মহাজন।। মকবুল দিওয়ানা জন, প্রেমবেদনা মগ্ন […]

ওহে প্রাণধন তব প্রেম অসাধ্য সাধন।
বিচ্ছেদ কঠিন ধিক সঙ্কট মিলন।।

তুমি হে প্রভাত জ্যোতি আমি হে মোমের বাত্তি।
না দেখিলে জ্বলি গলি দেখিলে মরণ।।

তুমি রূপ গুণেশ্বর, আমি প্রেমের কিঙ্কর।
তোমা ধন পেলে কিন্তু জগতের তাজ্জন।।

তব প্রেমের হাসরে প্রেম পিপাসী জ্বলি মরে।
তুমি হে কাউচার বারি কৃপা মহাজন।।

মকবুল দিওয়ানা জন, প্রেমবেদনা মগ্ন মন।
দেখব আশে প্রেম বৈদ্য মাওলানা চরণ।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

ওহে প্রাণধন তব প্রেম অসাধ্য