এয়া রব্বনা এলাহীনা

নাতে রাসূল (দ.) এয়া রব্বনা এলাহীনা, ছল্লে আলা মুহাম্মদীন। ছল্লেম আলা নবিয়েনা, ছল্লে আলা মুহাম্মদীন। ছল্লে আলা ছৈয়দেনা নবীয়েনা শফিয়েনা, মাওলাও মালযাউন-লনা, ছল্লে আলা মুহাম্মদীন। ভক্তি ভরে বলে সবে ছল্লে আলা মুহাম্মদীন। সুধা মাখা কথা ভবে ছল্লে আলা মুহাম্মদীন। তিনি পাপ-তাপ হারি, তিনি জগত কাণ্ডারী। বলে হুরী নূরী নারী, ছল্লে আলা মুহাম্মদীন। নবিকুল অগ্রগামী অলিগণ […]

নাতে রাসূল (দ.)
এয়া রব্বনা এলাহীনা, ছল্লে আলা মুহাম্মদীন।
ছল্লেম আলা নবিয়েনা, ছল্লে আলা মুহাম্মদীন।
ছল্লে আলা ছৈয়দেনা নবীয়েনা শফিয়েনা,
মাওলাও মালযাউন-লনা, ছল্লে আলা মুহাম্মদীন।
ভক্তি ভরে বলে সবে ছল্লে আলা মুহাম্মদীন।
সুধা মাখা কথা ভবে ছল্লে আলা মুহাম্মদীন।
তিনি পাপ-তাপ হারি, তিনি জগত কাণ্ডারী।
বলে হুরী নূরী নারী, ছল্লে আলা মুহাম্মদীন।
নবিকুল অগ্রগামী অলিগণ অন্তর্যামী।
খাতেমুল আম্বিয়া নামি, ছল্লে আলা মুহাম্মদীন।
খোদাতালা বলে বল, শুনহে বিশ্বাসী দল।
আমি বলি তুমি বল, ছল্লে আলা মুহাম্মদীন।
চাহ তাঁরি ভালবাসা, রাখ যদি ত্রাণ আশা।
মনে রাখ এই ভরসা, ছল্লে আলা মুহাম্মদীন।
এই নামের মহিমা বড়, এই নামের আশা ধর।
এই নাম জপনা কর, ছল্লে আলা মুহাম্মদীন।
এই নামের বিরোধী যারা, চির দূরাদৃষ্ট তারা।
নাম শুনিয়ে দেয়না সাড়া, ছল্লে আলা মুহাম্মদীন।
কাঙ্গাল করিমের কথা, নবীজি হয় জগত্রাতা।
প্রভু কৃপা শান্তি দাতা, ছল্লে আলা মুহাম্মদীন।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

এয়া রব্বনা এলাহীনা