একটু পাগলের বাণী শুনরে বন্ধুগণ,
একটু পাগলের বাণী শুন।
মাওলানা রূমির বাণী,
মসনবী কিতাবে শুনি,
মাংস খেয়ে হাড্ডি রাখে সেই কথাটুকু জান।।
খোদার সঙ্গে বসতে হলে,
হাদিস কোরাণে বলে,
আওলিয়ার সঙ্গে বসিলে এক সমান তাহা মান।
জাহেরী এলেম জানি,
এলেম নয় ভাই হিংসার খনি,
খোদার পথের ডাকাত জানি থেক সচেতন।।
এলহাম প্রাপ্ত হয় না যারা,
রছুলের নায়েব নহে তারা,
পীর বলিয়ে তুষের বাড়া মাথামারা কেন।
রমেশ পাগলার কথা সার,
পীরে ফায়াল মাইজভাণ্ডার,
গলাবাজীর কি দরকার গিয়ে একবার চিন।।