আমি কিসের দোষী বন্ধু, আমি কিসের দোষী রে।
আমি তোমার অধীন হই চিরদিন তোমাকে উদ্দেশী রে।।
আমি তোমার আজ্ঞাকারী, যাহা করাও তাহা করি,
কাঁদাইলে কাঁন্দিয়া মরি হাসাইলে পর হাসি রে।।
ডাকিয়াছ আসিয়াছি, যেতে বললে রাজি আছি,
নাচাইতেছ নাচিতেছি, বসতে বললে বসিরে।।
তবু তোমার সুবিচারে যদি দোষী কর মোরে,
পাঠাইয়ে দাও দ্বীপান্তরে, আর যেন না আসিরে।।
স্বর্গ নরক এই দুই দেশে যাউক তারা যে ভালবাসে,
রমেশ যেতে বন্ধুর দেশে চির অভিলাষী রে।।