আমার প্রাণ বন্ধুয়ার রংমহলা দেখবি যদি আয়।
রহমান মঞ্জেলে বন্ধু প্রেম খেলা খেলায়।।
রহমান মঞ্জেলে বসি,
ফুকিছে তৌহিদের বাঁশী।
বাঁশীর সুরে মন উদাসি প্রাণ নিয়ে যায়।।
নূরের খেলা রংমহলা,
আট কোঠরী ষোল তালা।
মাইজভাণ্ডারী চাবিওয়ালা বিনে নাহি উপায়।।
বলে রমেশ মতি মন্দ,
সেই খেলায় যার মনে সন্দ।
নিশ্চয় তার ভাগ্য মন্দ জন্ম অন্ধের প্রায়।।