আমার দয়াল গুরু

আমার দয়াল গুরু দমে দমে দিন যায়।। আমার বাষট্টি বৎসরের পাড়ি রাস্তা বহুদূর। তোমার নাম শুনিয়া ধেয়ে এলাম দয়াল ঠাকুর।। একমাত্র ভরসা হৃদে দয়াল তোমার নাম। আমার দয়াল বাবা করলে দয়া এক পলকের কাম।। তোমার এমন একটি রাজ্য আছে দিবারাত্র নাই। সেই রাজ্যেতে নাওনা মোরে নয়নে ভরে চাই।। তুমি যারে দেখাও সে দেখতে পায় তোমার […]

আমার দয়াল গুরু দমে দমে দিন যায়।।

আমার বাষট্টি বৎসরের পাড়ি রাস্তা বহুদূর।
তোমার নাম শুনিয়া ধেয়ে এলাম দয়াল ঠাকুর।।

একমাত্র ভরসা হৃদে দয়াল তোমার নাম।
আমার দয়াল বাবা করলে দয়া এক পলকের কাম।।

তোমার এমন একটি রাজ্য আছে দিবারাত্র নাই।
সেই রাজ্যেতে নাওনা মোরে নয়নে ভরে চাই।।

তুমি যারে দেখাও সে দেখতে পায় তোমার কৃপাবলে।
তথায় আধার নাই পূর্ণিমা রাত্রি নিত্য বাত্তি জ্বলে।।

তোমার মহিমা আমি কি বলিতে পারি।
পাগল ছেলে রমেশ সদা দয়ার ভিখারী।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

আমার দয়াল গুরু