সজিদা সহজ কথা নয়, সজিদা সহজ কথা নয়।
করিলে মোশরেক, না করিলে কাফের হয় ॥
সজিদা ডরের কথা, না করিও যথাযথা।
যোগ্য হলে খররুল্লাহু সুজ্জদান বলয় ॥
ওসজুদ বলিল যবে, ফসজুদ তারা সবে।
অবাধ্য হইল যেবা, মরদুদ নিশ্চয় ৷
আদমেরে সজিদা করা, প্রথম আদেশের ধারা।
আদমজাদা আদম হলে সজিদা টেনে লয়
শ্রী শ্রী ধন, শ্রীগুরু ধন, ভিন্ন জানিল যে জন।
মারিদ বলিল তারে, রুমী মহোদয় ॥
তেকারণে সজিদা করি, শ্রীচরণে মাইজভাণ্ডারী ॥
খোদার জন্য খোদার সেবা, অন্য কথা নয় ৷
পাগল করিমের বাণী, শুনবে যত রশমনি।
প্রেমের প্রমাণে যেমন মত্তগজ হয় ॥