আব্দুল আলীম

তোমার লাগিয়া রেসদাই প্রাণ আমার কান্দে বন্ধুরেপ্রাণ বন্ধু কালিয়া রে।। নিদয় নিঠুর রে বন্ধু, তুই তো কূলনাশা।আমায় ফাঁকি দিয়ে চলে ...
আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়াজনম গেল ঘাটে ঘাটে, ভাঙ্গা তরী বাইয়া। পরের বোঝা বইয়া বইয়া, নৌকার গলুই ...

শীঘ্রই যোগ করা হবে …

error:
abdul alim AO

আব্দুল আলীম

আব্দুল আলীম (২৭ জুলাই ১৯৩১ - ৫ সেপ্টেম্বর ১৯৭৪) ছিলেন বাংলাদেশের লোক সঙ্গীতের একজন শিল্পী। আবদুল আলীমের জন্ম ১৯৩১ সালের ২৭ জুলাই। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের (ভারত) মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোট বয়স থেকেই আব্দুল আলীম সঙ্গীতের প্রবল অনুরাগী ছিলেন। অর্থনৈতিক অনটনের কারণে নিয়মিত ভাবে কোনো শিক্ষকের কাছে গান শেখার সৌভাগ্য তার হয়নি। তিনি অন্যের গাওয়া গান শুনে গান শিখতেন; আর বিভিন্ন পালা পার্বণে সেগুলো গাইতেন। এভাবে পালা পার্বণে গান গেয়ে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন।

শেয়ার করুন

আব্দুল আলীম