শ্যাম যদি হইত পোষা পাখি প্ৰাণ সখি

শ্যাম যদি হইত পোষা পাখি প্ৰাণ সখি রাখিয়া হৃদয় পিঞ্জরে পুষিতাম যত্ন করেএ জনমের মত হইতাম সুখী ॥ বন্ধু যদি হইত তরী আমি হইতাম তার কাণ্ডারী,জলেতে করিতাম মাখা মাখি ৷ নইলে সে হইত বসন, অঙ্গেতে করে ধারণপোড়া অঙ্গ রাখিতাম ডাকি ৷ বন্ধুয়া সিঁদুর হইলে লাগাইয়া পোড়া কপালেহাতে আয়না নিয়া তারে দেখি ॥ নইলে সে হইত […]

শ্যাম যদি হইত পোষা পাখি প্ৰাণ সখি

রাখিয়া হৃদয় পিঞ্জরে পুষিতাম যত্ন করে
এ জনমের মত হইতাম সুখী ॥

বন্ধু যদি হইত তরী আমি হইতাম তার কাণ্ডারী,
জলেতে করিতাম মাখা মাখি ৷

নইলে সে হইত বসন, অঙ্গেতে করে ধারণ
পোড়া অঙ্গ রাখিতাম ডাকি ৷

বন্ধুয়া সিঁদুর হইলে লাগাইয়া পোড়া কপালে
হাতে আয়না নিয়া তারে দেখি ॥

নইলে সে হইত কালি কলমে লইতাম তুলি
কলিজা ছিড়িয়া নামটি লিখি ॥

হইত যদি সোনা রূপা বানাইয়া কর্ণচাপা
দুই কর্ণেতে আদর করি রাখি

দুর্বীন শাহ বলে কাতরে জিজ্ঞাসিও পাইলে তারে
আমায় দেখলে কেন দেয় সে লুকি ॥

লেখক: দূর্বীণ শাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


শ্যাম যদি হইত পোষা পাখি প্ৰাণ সখি