সারা জীবন করি সাধনা

সারা জীবন করি সাধনা (মুর্শিদ)তোমায় পায়লাম নাকে বুঝিবে মনের বেদনা ।। বাধিয়া প্রেমের ডোরেকোথায় থেকে টানো মোরেআমার দুঃখ বুঝেও বুঝো না,মন দিয়া মন না পাই যদি রেআর কি দিব বলনা (ঐ) বড় কঠিন তোমার হিয়াআমারে পাগল করিয়াএখন কেনো কর ছলনা,ঘরের বাহির কইরা মোরে রেদূরে দূরে থাইকো না (ঐ) শুনেছি দয়াল তুমিতোমার চরণে চুমিপার করাইছো কত […]

সারা জীবন করি সাধনা (মুর্শিদ)
তোমায় পায়লাম না
কে বুঝিবে মনের বেদনা ।।

বাধিয়া প্রেমের ডোরে
কোথায় থেকে টানো মোরে
আমার দুঃখ বুঝেও বুঝো না,
মন দিয়া মন না পাই যদি রে
আর কি দিব বলনা (ঐ)

বড় কঠিন তোমার হিয়া
আমারে পাগল করিয়া
এখন কেনো কর ছলনা,
ঘরের বাহির কইরা মোরে রে
দূরে দূরে থাইকো না (ঐ)

শুনেছি দয়াল তুমি
তোমার চরণে চুমি
পার করাইছো কত পাপী-জনা,
আমি তোমার প্রেমের পাগল রে
চরণ ছাড়া কইরো না (ঐ)

সারা জীবন করি সাধনা