রসিক মাওলা নয়ন ঠারে মন মজাইল

রসিক মাওলা নয়ন ঠারে মন মজাইলতোরা দেখলে পরে বুঝতে পাবি, কি দিয়ে জগৎ ভুলাইল ॥ মোহন মুরতি রূপ, নূরের ছটা অপরূপরূপ সাগরে প্রেম তরঙ্গে, সাধের বাজার বসাইল ॥ ভবে যারা জীবন ধরে, ধর্ম-কর্ম কত করেএই দাসেরে মাওলা ধনে, রাতুল চরণ দেখাইল ॥ সেই চরণ দেখিলে তোরা, হয়ে যাবি আত্মহারাবলবি তোরা কোরান কিতাব, প্রেমানলে জ্বালাইল ॥ […]

রসিক মাওলা নয়ন ঠারে মন মজাইল
তোরা দেখলে পরে বুঝতে পাবি, কি দিয়ে জগৎ ভুলাইল ॥

মোহন মুরতি রূপ, নূরের ছটা অপরূপ
রূপ সাগরে প্রেম তরঙ্গে, সাধের বাজার বসাইল ॥

ভবে যারা জীবন ধরে, ধর্ম-কর্ম কত করে
এই দাসেরে মাওলা ধনে, রাতুল চরণ দেখাইল ॥

সেই চরণ দেখিলে তোরা, হয়ে যাবি আত্মহারা
বলবি তোরা কোরান কিতাব, প্রেমানলে জ্বালাইল ॥

কাবা গৃহের যাত্রীগণ, সাধি এল হজ্ব ধন
দাসগণে বাবার চরণ, কেবলা কাবা বানাইল ॥

যাওরে বসন্ত তুমি, জিজ্ঞাসিও পদ চুমি
কোন দোষেতে করিমেরে যাবত জীবন কাঁদাইল ॥

লেখক: বজলুল করিম মন্দাকিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রসিক মাওলা নয়ন ঠারে মন মজাইল