পাই পাই পাই করে পাইতে হারাই

পাই পাই পাই করে পাইতে হারাই।দেখি দেখি দেখি করে চকিতে নাই।। কেন খেল লুকোচুরি ভাবিয়া না পাই,দেখা দিয়ে কেন আবার ছুটে যাও পালাই।। কেন কর ছলনা, কেন কর বাহানা।এমনি করে যাব কী-গো জীবন কাটাই।। লুকালুকি, ধুকাধুকি একি খেলনা,তোমার খেলা তুমি খেল প্রাণে সহেনা।। কেন কর চোরাচুরি, কেন কর ঘুরাঘুরি।কি দোষের দোষী আমি ভাবিয়া না পাই।। […]

পাই পাই পাই করে পাইতে হারাই।
দেখি দেখি দেখি করে চকিতে নাই।।

কেন খেল লুকোচুরি ভাবিয়া না পাই,
দেখা দিয়ে কেন আবার ছুটে যাও পালাই।।

কেন কর ছলনা, কেন কর বাহানা।
এমনি করে যাব কী-গো জীবন কাটাই।।

লুকালুকি, ধুকাধুকি একি খেলনা,
তোমার খেলা তুমি খেল প্রাণে সহেনা।।

কেন কর চোরাচুরি, কেন কর ঘুরাঘুরি।
কি দোষের দোষী আমি ভাবিয়া না পাই।।

দয়া করে দাও ধরা দয়াল বাবাজান,
দেখে তোমায় শান্ত করি তাপিত পরাণ।
দুঃখ যাক দূরে বাজুক তোমার সুরে।
আমার বলে যা কিছু তোমাতে মিশাই।।

শক্তি হারা সফি তোমার অতি নিঃসম্বল,
জ্বালো তুমি তার প্রাণে প্রেমেরই অনল।
জ্বালো তোমারই আলো, কালোকে করো ভালো।
আমাকে তোমার কর তোমাতে মিশাই।।

লেখক : সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী

error:

পাই পাই পাই করে পাইতে হারাই