মাওলা আমায় রক্ষা কর (২)
বিষম বিপদে ডাকি, দাওনা কেনে প্রত্যুত্তর ॥
এ দাস সহায় হারা, ডাকিতেছি দাওনা সাড়া।
হয়েছি জীয়ন্তে মরা, কৃপা করে জড়িয়ে ধর ॥
তুমি মাওলা জগজ্জামী, দয়াল বলে শুনছি আমি ।
সঙ্কট ত্বরায়ে আমায়, দয়াল প্রমাণ কর ॥
সুখাদ্য সম্মুখে রাখি, বাধা দিছ আড়ে থাকি ।
খাবার দিয়ে খেতে দাওনা, একি দাতার ব্যবহার ॥
দয়াল নামের দোহাই ধরে, করিমে ছজিদা করে।
লজ্জিত করনা মোরে, শ্রীচরণে মাঙ্গি বর ॥