হইয়াছি বন্ধুর ভাবে মনতাপে বনবাসী,
স্বপ্ন দিয়া গেলে কোথায় মাইজভাণ্ডারী পূর্ণশশী।
বাঁধি মোরে প্রেম ডোরে কি দোষে বঞ্চিলা পরে,
মন দুঃখে বনে বনে কেঁদে ফিরি দিবানিশি ॥
মনতন সঁপিলাম যাঁরে সে কেন ভুলিল মোরে
বিরহ অনলে জ্বালি করে সদা খেলি হাসি ॥
আমিন ধনের চরণ তলে হীন দাস হাদী বলে,
মনতন সঁপি কেনে হইলাম এবে প্রেম দোষী ॥