হজ্ব করিতে হাজী হতে কাবা শরীফ চল মন ।
এক কাবা জাহেরী আছে আর এক কাবা ত গোপন।
কাবা বানায় খলীলুল্লা আর এক কাবা বানায় আল্লাহ,
বায়তুনি আসল কাবা মাওলা ধনের সংগঠন ॥
সেই কাবার হলে হাজী, ঘুচে যাবে ধান্ধাবাজী,
দুনিয়ার ভেল্কীবাজী দেখবি ঠিক মিছা স্বপন॥
খোদার কাবার হাজী চোখে, পলকে দুনিয়া দেখে,
নিজের কাবায় নিজেকে দেখে আনন্দে দিন গুজরণ॥
রমেশ বলে সেই কাবাতে, দৃষ্টি যায়না কোন মতে,
মাইজভাণ্ডারীর রহমতে খোলে যদি জ্ঞান নয়ন ॥