গাউছ ধনের চরণ ধুলা যে করেছে শিরধার

গাউছ ধনের চরণ ধুলা, যে করেছে শিরধার ।কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার।। ত্রিজগতে নাহি ভয়, যথা তথা পাবে জয়।যার হৃদে প্রবেশিছে, প্রেম শাহা মাইজভাণ্ডার ।। যেদিন হাসর হবে, আমরা কি করিব তবে।আর্শে বসি দেখি রবে, ত্রিজগতের করতার।। হাল্কা বন্দী করি সবে, নাচিতে নাটুয়া হবে ।চৌদিকে বেড়িয়া রবে, গাউছুল আজম মাইজভাণ্ডার ।। নুরের […]

গাউছ ধনের চরণ ধুলা, যে করেছে শিরধার ।
কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার।।

ত্রিজগতে নাহি ভয়, যথা তথা পাবে জয়।
যার হৃদে প্রবেশিছে, প্রেম শাহা মাইজভাণ্ডার ।।

যেদিন হাসর হবে, আমরা কি করিব তবে।
আর্শে বসি দেখি রবে, ত্রিজগতের করতার।।

হাল্কা বন্দী করি সবে, নাচিতে নাটুয়া হবে ।
চৌদিকে বেড়িয়া রবে, গাউছুল আজম মাইজভাণ্ডার ।।

নুরের কান্দিল তাতে, আমরা সব নিয়ে হাতে।
সম্মুখে গাহিব গান, গাউছুল আজম মাইজভাণ্ডার ।।

তাঁহার দামানে হাত, দিয়ে আমরা এক সাত।
নুরের বিজলি ছটে, পুলছেরাত হব পার।।

হেলায় হারাইওনা দিন-দাস হাদী দীন হীন
প্রাণপণ করি ধুলা লও, শাহ্ মাইজভাণ্ডার ।।

লেখকঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


গাউছ ধনের চরণ ধুলা যে করেছে শিরধার