একটু দাড়াও দাড়াও ইয়া মুহাম্মদ

একটু দাড়াও দাড়াও ইয়া মুহাম্মদতোমায় নয়ন ভরে একবার দেখবোতোমায় পরাণ ভরে একবার দেখবোদিলের সাধ মিটায়ে তোমায় দেখবো ।। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরেজিবরাঈল আসিয়া তখন বলেন বিনয় করেডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথেমেরাজে গেলেন নবী, আলাপণ হলো সবিবিদায় বেলা আল্লাহ তায়ালা হলেন বেকারারআল্লাহ বলেন দেখারই সাধ মিটলো না আমারতুমি আরো কিছু সময় […]

একটু দাড়াও দাড়াও ইয়া মুহাম্মদ
তোমায় নয়ন ভরে একবার দেখবো
তোমায় পরাণ ভরে একবার দেখবো
দিলের সাধ মিটায়ে তোমায় দেখবো ।।

এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে
জিবরাঈল আসিয়া তখন বলেন বিনয় করে
ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে
মেরাজে গেলেন নবী, আলাপণ হলো সবি
বিদায় বেলা আল্লাহ তায়ালা হলেন বেকারার
আল্লাহ বলেন দেখারই সাধ মিটলো না আমার
তুমি আরো কিছু সময় থাকো
দিলের সাধ মিটায়ে তোমায় দেখবো ।।

আশেক মাশুকের খেলা খেলছে দমে দমে
ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজিমে
বিদায় নিলেন রাসুল আল্লাহ, ফিরে এলেন বায়তুল্লাহ
উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন
এরই মাঝে সাতাশ বছর হইয়া গেল গত
আল্লাহ বলেন আমার হাবিব আমারই মত
খোদার ইশকের গুণে নূর নবী
প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো ।।

সকাল বেলা দয়াল নবী বায়তুল্লায় আসিয়া
সাহাবা কেরামদের তিনি আনিলেন ডাকিয়া
মেরাজের যা ঘটনা, করিলেন সব বর্ণনা
পাঞ্জেগানা নামায হবে, শরীয়ত জারি রবে
সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে
নুরুন নবীর নূর তাজেল্লাহ্ যার কলবে থাকে
‘ইব্রাহীম’ কয় ইয়া রাসুল আল্লাহ
দিলের কাবায় তোমায় আমি রাখবো ।।

লেখক : মোহাম্মদ ইব্রাহীম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


একটু দাড়াও দাড়াও ইয়া মুহাম্মদ