(তোমার) দয়া দৃষ্টি করি আকর্ষণ, রে জগতের মাওলা
দয়া দৃষ্টি করি আকর্ষণ ।
লয়ে অশ্রুপূর্ণ আঁখি, শ্রীপদে মস্তক রাখি
সকাতরে করি নিবেদন রে ।।
বিষম সঙ্কটে পড়ি, তোমাকে স্মরণ করি
কৃপা বারি কর বরিষণ রে ।।
অপরাধী আমার মত, নাই বটে ত্রিজগত
তোমার কর্ম্ম, ক্ষমা বিতরণ রে ।।
তুমি না করিলে দয়া, কে দিবে পাপীরে ছায়া
দিতে পারে, কোথা আছে কোন রে।।
না হলে করুণা দৃষ্টি, না বর্ষিলে কৃপা বৃষ্টি
হারাই ছিলেম, এইবারে জীবন রে ।।
তুমি মাওলা তুমি বাবা, তুমি কেব্লা তুমি কাবা
কর দাসের ছজিদা গ্রহণ রে ।।
শ্রীপদে ভক্তি স্তুতি, কর মোরে কারা মুক্তি
পূর্ণ কর এই আকিঞ্চন রে ।।
আসিয়ে তোমার কাছে, শূন্য করে কে গিয়েছে
খুলে দাওনা, করিমের বন্ধন রে ।।