বিশ্বাসের বাত্তি জ্বালাই আঁধার ঘরখানা তালাশ কর।
দেখতে পাবি মাওলা কি সুন্দর।।
তোর গুরুর মন্ত্র সলইর বাক্স ঘষিয়া আগুন বাহির কর।
দেখতে পাবি মাওলা কি সুন্দর।।
বাত্তি আছে আঁধারে, জ্ঞান সলিতা ভক্তি তৈলে জ্বালালে পরে।
দেখবি মাল কোটাতে বিরাজ করে মদন মোহন শ্যাম সুন্দর।।
পরাণে বিশ্বাস নাইরে যার, অবিশ্বাস মিলায় নিত্য অশান্তি বাজার।
ও যার মনে সন্ধ ভাগ্য মন্দ সে দেখে না বিশ্বেশ্বর।।
শুন যত বন্ধু ভাই, এক ঘরে দু’জনের বাসা দেখা শুনা নাই,
একবার অবিশ্বাসের পর্দা উঠাই আসল রূপখানা নেহার কর।।
কিসের সাধন আর ভজন, একমাত্র বিশ্বাসে মিলে মাওলার দরশন,
রমেশ কয় কর যতন বেদ বিধির সে অগোচর।।