দাসগণের প্রাণ হরিতে ভয় নাহি দূত সমনে

দাসগণের প্রাণ হরিতে ভয় নাহি দূত সমনে।ফুল দেখাই প্রাণ হরিবে নিজ হাতে গাউছ ধনে।। মনকির নকিরের ডর-কবরে নাহিক মোর।আদবের চাবুক মারি- হাঁকাইবেন গাউছ ধনে।। কবর কোশাদা হবে-পুষ্পশয্যা বিছাইবে।সামনে বসি হালকা বন্দি করাইবেন গাউছ ধনে।। হীন দাস হাদী কর- হাশরেতে নাহি ভয়।পিছে পিছে দাসগণ ফিরাইবেন গাউছ ধনে।। লেখকঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

দাসগণের প্রাণ হরিতে ভয় নাহি দূত সমনে।
ফুল দেখাই প্রাণ হরিবে নিজ হাতে গাউছ ধনে।।

মনকির নকিরের ডর-কবরে নাহিক মোর।
আদবের চাবুক মারি- হাঁকাইবেন গাউছ ধনে।।

কবর কোশাদা হবে-পুষ্পশয্যা বিছাইবে।
সামনে বসি হালকা বন্দি করাইবেন গাউছ ধনে।।

হীন দাস হাদী কর- হাশরেতে নাহি ভয়।
পিছে পিছে দাসগণ ফিরাইবেন গাউছ ধনে।।

লেখকঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


দাসগণের প্রাণ হরিতে ভয় নাহি দূত সমনে