বন্ধু তোমায় প্রেম করিতে কে বৈলাছে

বন্ধু তোমায় প্রেম করিতে কে বৈলাছে।প্রেম করিয়ে ভুলিয়া যাওয়া কে শিখাইছে ॥ দিয়ে আমায় দর্শনাশা, পর সনে ভালবাসা ।এই মত প্ৰেম নীতি কে বাতাইছে ॥ নিতে জান পর মন, দিতে বুঝি নাহি জান ।এমন প্রেম বিধান, কোথা লিখাছে ॥ মকবুল মাওলানা ধনে, সমাদরে তোমার সনে ।নমক ঠমকে তোমার, মন মজাইছে ॥ লেখক : আবদুল গণি […]

বন্ধু তোমায় প্রেম করিতে কে বৈলাছে।
প্রেম করিয়ে ভুলিয়া যাওয়া কে শিখাইছে ॥

দিয়ে আমায় দর্শনাশা, পর সনে ভালবাসা ।
এই মত প্ৰেম নীতি কে বাতাইছে ॥

নিতে জান পর মন, দিতে বুঝি নাহি জান ।
এমন প্রেম বিধান, কোথা লিখাছে ॥

মকবুল মাওলানা ধনে, সমাদরে তোমার সনে ।
নমক ঠমকে তোমার, মন মজাইছে ॥

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

বন্ধু তোমায় প্রেম করিতে কে বৈলাছে