বন্ধু তোমা পাই যদি

বন্ধু তোমা পাই যদি, আর কি চাহি দুজাহানে ।তুমি বিনে আর কামনা, কিছু নাই আমার মনে ॥ দোজখের ত্রাস নাই, বেহেস্তের আশ নাই।মাত্র তোমা চাহিবে প্রাণ, গোপ্তে ব্যক্তে মন প্ৰাণে ॥ বেহেস্তে কি করব আমি, মনে কেবল তুমি স্বামী।তোমার পানে চাহি রব, না চাহিব হুর পানে ॥ কহে মকবুল নাদানে, যদি পাই গাউস ধনে ।আর […]

বন্ধু তোমা পাই যদি, আর কি চাহি দুজাহানে ।
তুমি বিনে আর কামনা, কিছু নাই আমার মনে ॥

দোজখের ত্রাস নাই, বেহেস্তের আশ নাই।
মাত্র তোমা চাহিবে প্রাণ, গোপ্তে ব্যক্তে মন প্ৰাণে ॥

বেহেস্তে কি করব আমি, মনে কেবল তুমি স্বামী।
তোমার পানে চাহি রব, না চাহিব হুর পানে ॥

কহে মকবুল নাদানে, যদি পাই গাউস ধনে ।
আর কি আমার ভয় আছে, দুই কুলে দুত সমনে ॥

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

বন্ধু তোমা পাই যদি