আসিয়াছি বাবাজান পাক দরবারে

আমি আসিয়াছি বাবাজান পাক দরবারে,কবুল কর বাবাজান হীন দাসেরে ॥ আসিয়াছি আসিয়াছি চরণ তলে দাঁড়ায়াছি,আর কোথায় যাব তোমার চরণ ছেড়ে ॥ আমি তোমার অবোধ ছেলে দয়া করে লওনা কোলে,তুমি দয়া না করিলে যাই কার দ্বারে ॥ রহমান ও রহিম তুমি নিশ্চয় জেনেছি আমি,কোন কিছুর নাইরে কমি তোমার ভাণ্ডারে ॥ আমি মহা অপরাধী, পাপে তাপে নিত্য […]

আমি আসিয়াছি বাবাজান পাক দরবারে,
কবুল কর বাবাজান হীন দাসেরে ॥

আসিয়াছি আসিয়াছি চরণ তলে দাঁড়ায়াছি,
আর কোথায় যাব তোমার চরণ ছেড়ে ॥

আমি তোমার অবোধ ছেলে দয়া করে লওনা কোলে,
তুমি দয়া না করিলে যাই কার দ্বারে ॥

রহমান ও রহিম তুমি নিশ্চয় জেনেছি আমি,
কোন কিছুর নাইরে কমি তোমার ভাণ্ডারে ॥

আমি মহা অপরাধী, পাপে তাপে নিত্য কাঁদি,
ক্ষমা কর ওগো তুমি পাক নামের জোরে ॥

আউয়াল আখের-দোজাহানে, কেহ নাই মোর তুমি বিনে,
হায়াত-মউত রিজিক-দৌলত তোমারি ভাণ্ডারে ॥

আসিয়াছি আশা করি, ফিরাইওনা মাইজভাণ্ডারী,
তোমার প্রেম ভিক্ষার হই ভিখারী তোমার দুয়ারে ॥

নামটি তোমার রহমান, সত্যি তুমি মেহেরবান,
পাপী-তাপির আল-হাছান আউয়াল আখেরে ॥

হীন আমিন আত্মহারা, তোমার ভাবে মাতোয়ারা,
দয়া করি দাওনা ধরা চরণ দাসেরে ॥

লেখক : আমিনুল হক ধর্মপুরী

আসিয়াছি বাবাজান পাক দরবারে