কান্দি আমি বনে বনে

কাঁন্দি আমি বনে বনে গোপ্রাণ বন্ধুরে, আমারে ভুলিয়া রইলা কেনে । কথা ছিল তোমার সনে, না ছাড়িবে এই জীবনেএকা আমায় ছাড়ি গেলা কেনে ৷তোমার জন্যে কাঁন্দি আমি, নিমায়া নিঠুর তুমিফাঁকি দিয়া রইলা গোপনে ॥ তুমি আমি একই স্থানে, প্রেম করিবো দুই জনেএই কথা কেহ নাহি জানে।আমি তোমার প্রেমে হই উদাসি, রাত্র দিনে কাঁন্দি বসিতোমার কথা […]

কাঁন্দি আমি বনে বনে গো
প্রাণ বন্ধুরে, আমারে ভুলিয়া রইলা কেনে ।

কথা ছিল তোমার সনে, না ছাড়িবে এই জীবনে
একা আমায় ছাড়ি গেলা কেনে ৷
তোমার জন্যে কাঁন্দি আমি, নিমায়া নিঠুর তুমি
ফাঁকি দিয়া রইলা গোপনে ॥

তুমি আমি একই স্থানে, প্রেম করিবো দুই জনে
এই কথা কেহ নাহি জানে।
আমি তোমার প্রেমে হই উদাসি, রাত্র দিনে কাঁন্দি বসি
তোমার কথা সদায় উঠে মনে ॥

যদি দেখা পাই তোমারে, রাখবো তোমায় হৃদয় ঘরে,
রাখবো তোমায় প্রেমের বন্ধনে।
প্রেমের ইশারা দিয়া, দুই পা জড়াইয়া
রাখবো তোমায় যাইবা কেমনে ॥

মনে ছিল কত আশা, বাঁধবো তোমার খেলার পাশা
এই আশা ছিল মোর মনে।
হীন দাসের মনের আশা, না করিও নৈরাশা গো,
রাখো তোমার রাঙা চরণে ॥

কান্দি আমি বনে বনে