আমার কি হবে গতি
ঘরছাড়া করলি মোরে, বাড়াইয়া পিরিতি রে।
আহারে, পরানের মুর্শিদ রে।
শিশুকালে বলেছিলি, করবি সঙ্গের সাথী
এখন কেন, প্রাণ মুর্শিদ, আমার এই দুরগতি রে।
আসামী হয়েছি বলে, বেড়ি হাতে পায়
খালাস কর, প্রাণ মুর্শিদ; পড়ি তোমার পায় রে।।
আবদুল বারী কেঁদে মরে সদায় দিবা-রাত্রি
তুমি বিনে ত্রি-জগতে আর কিছু নাই গতি রে।।
আগে তো জানি না রে মুর্শিদ, যাইবা রে ছাড়িয়া
শ্রীচরণ বাঁধিয়া রাখতাম মাথার চুল দিয়া রে।।
প্রেমের জ্বালা বিষম জ্বালা, জ্বলে যার অন্তরে
প্রাণ মুরশিদ বিনে জ্বালা কে নিভাইতে পারে রে।