বিচ্ছেদ গান

আমার পরাণের ধন হিয়া,
কোন দোষেতে রইলা বন্ধু — প্রাণে ব্যথা দিয়া রে। এতকাল কাটালাম বন্ধু, তোমায় ...
আমার নাই, নাই, নাই, নাই, নাই রে,
অধীন কাঙালের কেহ নাই। তোমার নামে দিয়েছিলাম ভবসাগরের পাড়ি,
তুমি যদি ...
আমার কি হবে গতি
ঘরছাড়া করলি মোরে, বাড়াইয়া পিরিতি রে।
আহারে, পরানের মুর্শিদ রে। শিশুকালে বলেছিলি, করবি সঙ্গের ...
গাড়ি আসলে চলে যাব, স্টেশনে রইলাম বসি
মুসাফির সাজিয়া আইলাম, দুই দিনের পরবাসী। এমন সাজন সাজাইবো,রাজকীয় পোষাক
সাদা ...
কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবায় যদি,
কেমনে রাখিব তোর মন আপন ঘরে বাঁধি রে বন্ধু। ...
কোন দেশইত্বে কারিগর, রং বাজারে ভাঙ্গি দিল শিবের কারিগর। সেই ঘরেতে বসত করে রমজান আলী সওদাগর।। ...
শরমে বুঝাই কার কাছে, মামীর সনে পিরীত করি আমার পরাণ ন-বাঁচে।। মামী ভাইগনা প্রেম করিলাম অল্প ...
মনে কয় মসল্লি হই, জাগা পাইতাম পইড়তাম নামাজ ইমাম সামনে লই।। আল্লাহতালা ফরমাইয়াছে কুরান-হাদিস, এক জরাও ...
লাগাই তোরে প্রেম ডুরি, প্রাণ থাকিতে ও প্রাণের নাথ দিবনা ছাড়ি। বাপের বাড়ি এলাম ছাড়ি তুই ...
লেখা ছিল আমার কর্মেতে, মা-বাপ ছাড়ি জীবন কাডাই পরের ঘরেতে। মোরে বিয়া দিল বছর হইল, দেখা ...
মন বুঝাইতে পারিনা, টিকিতে না দিলা ঘরে আমার শ্যাম কালা সোনা। নয়ন ঠারে মন কাড়িলা বসি ...
প্রাণ জ্বলে কোকিল হারাই, ঘুম গেলে রজনী না ফুরাই। অবিরত জ্বলে চিত্ত শান্তি নাই বন্ধুয়ার লাই।। ...
নালিশ দিয়্যম মণিপুর থানায়, ডাক ন-মানের চৌকিদার ভাই চুরি হইল পাড়ায়। দুপুর বেলা চোরের মেলা, চৌকিদার ...
error:

শেয়ার করুন

বিচ্ছেদ গানের লেখক গণ

বিচ্ছেদ গান