খেলতে হলে পরখেলা খেলাইওরে দরবারী ভাই,
উপর দাইরে এক একজন বলবন্ত নফসগণ,
খেল দিয়ে সব পাছ করিয়ে যাইও।
মায়া মইল নিচের দাইরে,
পর বইলে ডাকতেছে তোরে,
নেম হুসিয়ারে, মারা দিবা চাইও।।
মইল বেটার আস্ফালনে,
ভবের সঞ্চার হল মনে,
মধ্য খানে চুপ করে থাকিও।
পীর কামেলে খেলা খেলে,
উপর দাইরে উঠে গেলে,
তার সঙ্গেতে তোমরাও তড়িও।।
মাইজভাণ্ডারীর আশেকগণে
রমেশ কয় বিনয় বচনে,
তোমরা যেতে মোরে একটু নিও।।