যদি ভজন পথে যাবি,
কালাচাঁদ আনন্দপুরে আপন ঘাটে দেখতে পাবি।
ত্যাগ করে বেদের বিধি, মেনে লও গুরুর বিধি।
অনুমান ভেবে অবিধি, বর্তমান কর দাবি,
গুরু বটে বিধির বিধি দেখরে মনে ভাবি,
তাতে একবিন্দু অবিশ্বাস হলে নিজের কপাল নিজে খাবি।।
গুরু তোর দুগ্ধের নদী, জানিলে মরণের বিধি,
প্রাপ্ত হবে সুধা, নিধি খেয়ে অমর হবি।
সারা জীবন নিত্যানন্দ রসে থাকবি ডুবি,
ও তোর ওজন মত ভজন হলে, ভাগ বণ্টকে অর্ধেক পাবি।।
আর কি তোর স্বর্গ নরক, গুরু তোর নরক নিবারক,
হংসের মত করে পরখ, নীর ছেড়ে ক্ষীর খাবি।
জল আগুনে গাছে-বাশে দেখবি গুরুর ছবি।
রমেশ বলে এক রং হলে শমনকে কলা দেখাবি।।