নিজের বুঝা নিজে বুঝি

নিজের বুঝা নিজে বুঝি ফরাজী ভাই হিংসা ছাড়। বাহাত্তরটি ফেরকার মধ্যে তুমি আজ কোন ফেরকার।। ওয়াজ হয় ঘরে ঘরে, তবু কেন চোর ডাকাত বাড়ে, ঘুষখোর আর পকেট মারে, আল্লা জানে কয় হাজার। নিজের ঘর যাচ্ছে পড়ে, খুটি লাগাও পরের ঘরে, খোদা যারে গোমরা করে, হেদায়েতের সাধ্য কার। নিজের ওজন আগে করে, পরের ওজন ধরো পরে। […]

নিজের বুঝা নিজে বুঝি ফরাজী ভাই হিংসা ছাড়।
বাহাত্তরটি ফেরকার মধ্যে তুমি আজ কোন ফেরকার।।

ওয়াজ হয় ঘরে ঘরে,
তবু কেন চোর ডাকাত বাড়ে,
ঘুষখোর আর পকেট মারে, আল্লা জানে কয় হাজার।

নিজের ঘর যাচ্ছে পড়ে,
খুটি লাগাও পরের ঘরে,
খোদা যারে গোমরা করে, হেদায়েতের সাধ্য কার।

নিজের ওজন আগে করে,
পরের ওজন ধরো পরে।
কার দিলেতে কি গুজরে দিলের মালিক পরোয়ার।

আশেক মাশুক দর্মেয়ানে,
এসারায় প্রেম আলাপনে,
কেরামন কাতে বিনে টের পায় না এসারা তার।

হিংসা নিন্দা রিয়া জেনা,
এ সকল এক সমান গুণা,
কোরান হাদিছ থাকলে জানা সে করে কি বোঝা ভার।

রমেশ কয় যে পীরের ফানা,
হিংসা নিন্দার ভয় করে না,
দিবানিশি তার জপনা গাউছুল আজম মাইজভাণ্ডার।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

নিজের বুঝা নিজে বুঝি