নূরি মাওলা মাইজভাণ্ডারী তৌহিদের সর্দার।
পলকে পলকে করে লাখে লাখে পার।
আউয়াল আখের দোজাহানে, আলো করে নূর রোশনে,
জাতি নূর দেখে নয়নে চোখ ফুটেছে যার।
বাইশে চৈত্র মাঘের দশে, প্রেম দরবারে মেলা বসে,
আর আশ্বিনের সাতাশে, আশেকের গোলজার।
মাওলার প্রেমে রুচি, মগ ফিরিঙ্গি হাঁড়ি মুচি,
চায়না শুচি কি অশুচি, এক পলকে পার।
রমেশ বলে ঠিক ভেবেছি, যতদিন দুনিয়ায় আছি,
মাওলার কদম মরি বাঁচি ভরসা আমার।