বন্ধুগণ মাইজভাণ্ডার প্রেমের দরবার।
প্রেমের খেলা আজব লীলা নিত্য আশেকের গোলজার।
প্রেমের দরবারে মেলা মিলে আশ্বিনের সাতাশ তারিখ,
মাঘের দশ বাইশে চৈত্র মিলন কেন্দ্র আছে ঠিক,
জীন পরি ফেরেস্তা আসে মানুষ বেশে বেশুমার।
পীর বুজর্গ কত আসে চিনিবারে সাধ্য নাই,
আমার কথা বিশ্বাস নয়ত দেখনা দরবারে যাই,
মুশকিলেতে আসান পাবে দয়া করবে পরোয়ার।
অলিউল্লার দরবার আর খোদার দরবার এক সমান,
মাওলানা রূমী সাহেবে দিয়াছে তাহার প্রমাণ,
আখেরি জামানার গাউছ এসেছে ভাই মাইজভাণ্ডার।
রমেশ বলে ভাল মন্দ আমিও দরবারে যাই,
মাওলা ধনে চায়না ফিরি আমার মোটে ভক্তি নাই,
পাপীরে করেনা ঘৃণা এই ভরসা করি সার।