হিন্দু মুসলমানে দ্বন্ধ কোন কথায়

হিন্দু মুসলমানে দ্বন্ধ কোন কথায় সাধনায়, জাতি কুলের টান থাকিলে জাতি কুলে সময় যায়।। একটি গুরু জগত জোরা, এক পিতারি ছেলে মোরা, যার যেইটি ভজনের ধারা আপত্তি কি আছে তায়।। তুমি অনলে অনিলে, ভুধরে কিবা সলিলে, সেই ছাড়া স্থান নাই বুঝিলে, ধন্ধই রল কোন জাগায়।। সত্য ধর্মের এই নিরুপণ সর্বভুতে প্রভু দর্শন, সাকার নিরাকার সে […]

হিন্দু মুসলমানে দ্বন্ধ কোন কথায় সাধনায়,
জাতি কুলের টান থাকিলে জাতি কুলে সময় যায়।।

একটি গুরু জগত জোরা, এক পিতারি ছেলে মোরা,
যার যেইটি ভজনের ধারা আপত্তি কি আছে তায়।।

তুমি অনলে অনিলে, ভুধরে কিবা সলিলে,
সেই ছাড়া স্থান নাই বুঝিলে, ধন্ধই রল কোন জাগায়।।

সত্য ধর্মের এই নিরুপণ সর্বভুতে প্রভু দর্শন,
সাকার নিরাকার সে একজন যে যেদিগ সুবিধা পায়।।

বিনয় করে রমেশ বলে, বাদ বিবাদে কি ফল ফলে,
জাতি মানে শীলে কে কবে খোদারে পায়।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

হিন্দু মুসলমানে দ্বন্ধ কোন কথায়