দমে দমে জপরে মন গাউছে মাইজভাণ্ডার

দমে দমে জপরে মন গাউছে মাইজভাণ্ডার। গাউছে মাইজভাণ্ডার রে আউলিয়া মাইজভাণ্ডার।। ভব-নদী পার হইতে বন্ধু নাইরে আর। গাউছে আজম মাইজভাণ্ডারী ভজিলে নিস্তার।। দম কলের উপরে টঙ্গি অতি চমৎকার। সেই টঙ্গিতে খেলা করে আপে পরওয়ার।। মারফত আনা চোখে দিলে যাবে অন্ধকার। (দেখবি) বিনা তৈলে জ্বলে বাত্তি লন্টনের মাঝার।। রমেশ বলে দম ফুরালে পাবিনাকো আর। সময় থাকতে […]

দমে দমে জপরে মন গাউছে মাইজভাণ্ডার।
গাউছে মাইজভাণ্ডার রে আউলিয়া মাইজভাণ্ডার।।

ভব-নদী পার হইতে বন্ধু নাইরে আর।
গাউছে আজম মাইজভাণ্ডারী ভজিলে নিস্তার।।

দম কলের উপরে টঙ্গি অতি চমৎকার।
সেই টঙ্গিতে খেলা করে আপে পরওয়ার।।

মারফত আনা চোখে দিলে যাবে অন্ধকার।
(দেখবি) বিনা তৈলে জ্বলে বাত্তি লন্টনের মাঝার।।

রমেশ বলে দম ফুরালে পাবিনাকো আর।
সময় থাকতে দেখে আয়রে ভাণ্ডারীর দরবার।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

দমে দমে জপরে মন গাউছে মাইজভাণ্ডার