মানুষ হবি কেমন করে।
পশুর ভাবে দিন কাটালে মানুষের আকারে।।
পাইয়ে দুর্লভ জন্ম,
বুঝলি না জন্মের মর্ম,
হারা হলি ধর্ম কর্ম, মায়ার ভুলে পড়ে।।
সাধে সাধে ফাঁস লাগালে মায়া রজ্জু জরে-
উপস্থ উদয়ের জ্বালায় পাগল করে তুল্ল তোরে।।
এখনও মঙ্গল জেনে,
গিয়ে ভাণ্ডারীর স্থানে,
ধর তার রাতুল চরণে নিষ্ঠা ভক্তি করে।।
সে পাড়ের কর্তা সকল বার্তা বলে দিবে তোরে-
তোর জন্মাবধি যাহা হয় নাই এক পলকে হতে পারে।।
ভেবে চাও আপন দিলে,
ভাণ্ডারীর কৃপা হলে,
শুকনা গাছে অঙ্কুর মেলে চেলে এক নজরে।
পশুত্ব ঘুচায়ে মনুষত্ব দিতে পারে-
রমেশ কয় হলেম না মানুষ ঘুরে মরি কর্ম ফেরে।।