বসন্ত সমীরে, মোহন সুরে
হৃদয় মন্দিরে, কে বাজায় বাঁশী।
বিরহিনীর মনে ধৈর্য কি মানে,
মোহন তানে, মন উদাসী।।
মোহনীয়া বংশী সুরে
মন প্রাণ মোহিত করে,
শুধারেতে সুধা করে, ঢালে যেন সুধারাশি।
পঞ্চমে বাঁশরী বোলে,
যমুনা উজান চলে,
মিলন তরঙ্গ হিয়াতে খেলে, মরমে মরমে পশি।
বাজে বাঁশী সৈন্ধ্যা বেলা,
মন প্রাণ করে উতলা।
রমেশ কয় নূরী মাওলা ফুকে বাঁশী দিবানিশি।