কর বা না কর সাধন গুরু

কর বা না কর সাধন গুরু নিষ্ঠা রেখ মনে। গুরু ব্রহ্ম অভেদ আত্মা প্রভেদ নাই তার কোন দিনে।। গুরু পদে থাকলে ভক্তি, অবশ্য তার ঘটে মুক্তি। গুরু ব্রহ্ম অভেদ শক্তি লিখেছে বেদ পুরাণে। প্রেম বৈরাগ্য শুদ্ধভাবে ডাকলে তারে শুদ্ধভাবে। ফুটবে আলো আধার যাবে দেখবি তখন নয়নে। কামি মানুষ গুরু মানুষ আকারে সাকারে মানুষ, মানুষ ভেবে […]

কর বা না কর সাধন গুরু নিষ্ঠা রেখ মনে।
গুরু ব্রহ্ম অভেদ আত্মা প্রভেদ নাই তার কোন দিনে।।

গুরু পদে থাকলে ভক্তি,
অবশ্য তার ঘটে মুক্তি।
গুরু ব্রহ্ম অভেদ শক্তি লিখেছে বেদ পুরাণে।

প্রেম বৈরাগ্য শুদ্ধভাবে
ডাকলে তারে শুদ্ধভাবে।
ফুটবে আলো আধার যাবে দেখবি তখন নয়নে।

কামি মানুষ গুরু মানুষ
আকারে সাকারে মানুষ,
মানুষ ভেবে রমেশ বেহুশ নিষ্ঠা রবে কেমনে।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

কর বা না কর সাধন গুরু