রসিক ভাণ্ডারী মাওলারে

রসিক ভাণ্ডারী মাওলারে। কত খেলা জানরে বাবা কত খেলা জান। গলায় দিয়ে প্রেম রশি আস্তে আস্তে টানরে।। কারে চালাও মজনু হালে কারে সাধু বেশ। ঘর বাড়ী ছাড়িয়া কারে ফিরাও নানা দেশরে।। কেহ সোনার থালে দুধে ভাতে ঘি পোলাও খায়। কারে দুই দিনে না দিয়া অন্ন উপবাসে যায়রে।। কারে জন্ম অন্ধ করি, দিন যায় দুঃখে দুঃখে। […]

রসিক ভাণ্ডারী মাওলারে।
কত খেলা জানরে বাবা কত খেলা জান।
গলায় দিয়ে প্রেম রশি আস্তে আস্তে টানরে।।

কারে চালাও মজনু হালে কারে সাধু বেশ।
ঘর বাড়ী ছাড়িয়া কারে ফিরাও নানা দেশরে।।

কেহ সোনার থালে দুধে ভাতে ঘি পোলাও খায়।
কারে দুই দিনে না দিয়া অন্ন উপবাসে যায়রে।।

কারে জন্ম অন্ধ করি, দিন যায় দুঃখে দুঃখে।
কেহ আঠার হাজার আলম এক পলকে দেখেরে।।

পলকে করেছ কারে দুই কুলের সুলতান।
কেহ আজীবন খাদেমী করি জান করে হয়রানরে।

কেহ ঠিক পথে চলিতে তার রাস্তা কর ভুল।
রমেশ বলে ঠিক বুঝেছি তুমি সবার মূলরে।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

রসিক ভাণ্ডারী মাওলারে