মাওলা ধনের আরামখানা দেখবি

মাওলা ধনের আরামখানা দেখবি যদি আয়রে তোরা। চারদিকে চারটি দেয়াল ষোল জনে দে পাহারা।। ছয় জনে রাত্র কাটে, ঐ দশ জন দিনে ছুটে, আর এক জন মাথা খুটে সর্দারিতে থাকি খারা।। দশ দরজায় দশটি কাজ, সকল ঘরে এক আওয়াজ, দুই দরজায় বাত্তি জ্বলে মহাজনে দেই সারা।। নীচে হাওয়া উপরে পানি, তার উপর আগুনের খনি, তার […]

মাওলা ধনের আরামখানা দেখবি যদি আয়রে তোরা।
চারদিকে চারটি দেয়াল ষোল জনে দে পাহারা।।

ছয় জনে রাত্র কাটে,
ঐ দশ জন দিনে ছুটে,
আর এক জন মাথা খুটে সর্দারিতে থাকি খারা।।

দশ দরজায় দশটি কাজ,
সকল ঘরে এক আওয়াজ,
দুই দরজায় বাত্তি জ্বলে মহাজনে দেই সারা।।

নীচে হাওয়া উপরে পানি,
তার উপর আগুনের খনি,
তার উপরে আসল ধনী বসে আছে আসন ছাড়া।।

আরামখানায় সকল আরাম,
যখন হবে নফছ্ হারাম,
রমেশ বলে ভাণ্ডারী নাম প্রতি কামরায় মোহর মারা।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

মাওলা ধনের আরামখানা দেখবি