মত-মায়ীন্না বলি ডাকে যদি

মত-মায়ীন্না বলি ডাকে যদি মন দিবে সাড়া, অচল অটল হয়ে সর্বক্ষণ থাক খাড়া। ধর্ম কর্ম যত ইতি, বিধান নিয়ম নীতি। মান অভিমান আদি অর্থ স্বার্থ জন্ম মরা। জ্ঞান ধ্যান সেবা ব্রত, পাপ পুণ্য আর যত। স্বর্গ কি নরকের বাণী ধন রত্ন পুত্র দারা। এ সবের সমষ্টি নিয়ে, গুরু পদে সমর্পিয়ে। প্রেম পথে ভিখারি সেজে হওরে […]

মত-মায়ীন্না বলি ডাকে যদি মন দিবে সাড়া,
অচল অটল হয়ে সর্বক্ষণ থাক খাড়া।

ধর্ম কর্ম যত ইতি, বিধান নিয়ম নীতি।
মান অভিমান আদি অর্থ স্বার্থ জন্ম মরা।

জ্ঞান ধ্যান সেবা ব্রত, পাপ পুণ্য আর যত।
স্বর্গ কি নরকের বাণী ধন রত্ন পুত্র দারা।

এ সবের সমষ্টি নিয়ে, গুরু পদে সমর্পিয়ে।
প্রেম পথে ভিখারি সেজে হওরে সর্বস্ব হারা।

গুরুর আদেশ মাত্র, জানিবে কোরাণের পত্র।
একমাত্র পুণ্য কর্ম গুরুকে সন্তুষ্ট করা।

গুরু যা করিবে মানা, এই বটে শিষ্যের গুনা।
মহাত্মা রুমীর বাণী এই বটে সাধনার ধারা।

এই ভাবে ধরিলে গুরু, হইবে সাধনের শুরু।
গুরুর করুণা হলে আল্লা নবী যাবে ধরা।

জগতে বে-পীর যারা, শয়তানের শিষ্য তারা।
করিমে কয় সত্য পথ মাইজভাণ্ডারীর পায়ে পড়া।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

মত-মায়ীন্না বলি ডাকে যদি