চরণে এসেছে পাগল, কি হবে বল!
চরণে এসেছে পাগল।
করি না ধর্ম কর্ম, বুঝি না শাস্ত্র মর্ম,
ঘুরতেছে এ মহিমণ্ডল।
কল্পনা যতই ছিল, সব তো বদলিয়ে গেল,
এখন কি করতে হবে বল।
প্রাণে প্রাণ মিশাইবারে, ডেকেছ আঁখি ঠারে,
করেছ কত চক্র ছল।
এসেছি সরল প্রাণে, মরেছি প্রেমের বানে,
দেখতেছি সরলে গরল।
শোক সন্তপ্ত প্রাণে, এসেছি শ্রীচরণে,
অনলে ছিটিবারে জল।
স্বস্নেহে সামনে ডাক, আপন মাহাত্ম্য রাখ,
আমাকে তোমার বলে বল।
ইব্রাহিম পুত্র দিয়ে, খলিল খ্যাতি নিয়ে,
জগতে কীর্তি রেখে গেল।
করেছি পুত্র দান, আমাকে কি সম্মান,
করিবে ভক্ত বৎসল।
শুনহে অন্তর্যামী, বল কি করব আমি,
আশাতে এ জনম গেল।
করিয়ে কৃপা দান, রাখ করিমের প্রাণ,
স্থান দিয়ে রাঙ্গা চরণতলে।