দয়াল মাওলা মাইজভাণ্ডারী মদন মোহন

দয়াল মাওলা মাইজভাণ্ডারী মদন মোহন। দারুণ বিচ্ছেদের জ্বালা জ্বলিয়ে গেল তন মন। তোমার বিরহানলে, আকাশ পাতাল জ্বলে। জ্বলিছে নরকের কুণ্ড স্বর্গপুরের কুঞ্জবন। বিদ্যা বুদ্ধি দুঃখ দৈন্য, জ্বলিয়ে গেছে পাপ-পুণ্য। জ্বলিয়ে গেছে ভবের মায়া অর্থ স্বার্থ ধন জন। সংসারে যে দিকে চাই, তুমি বিনা কিছু নাই। তুমি হে সংসারের সার ত্রিজগতের মহাজন। ধরে তব প্রেমের ধর্ম, […]

দয়াল মাওলা মাইজভাণ্ডারী মদন মোহন।
দারুণ বিচ্ছেদের জ্বালা জ্বলিয়ে গেল তন মন।

তোমার বিরহানলে, আকাশ পাতাল জ্বলে।
জ্বলিছে নরকের কুণ্ড স্বর্গপুরের কুঞ্জবন।

বিদ্যা বুদ্ধি দুঃখ দৈন্য, জ্বলিয়ে গেছে পাপ-পুণ্য।
জ্বলিয়ে গেছে ভবের মায়া অর্থ স্বার্থ ধন জন।

সংসারে যে দিকে চাই, তুমি বিনা কিছু নাই।
তুমি হে সংসারের সার ত্রিজগতের মহাজন।

ধরে তব প্রেমের ধর্ম, ছেড়ে দিছি ক্রিয়া কর্ম।
ধর্ম কর্ম কেবলা কাবা সব তোমারি চরণ।

গুনা করি ভূমণ্ডলে, তব দয়াল নামের বলে।
তব পদস্পর্শে পাপীর পুণ্যময় হয় জীবন।

আমি তোমার পোষা পাখি, চাহি তব দ্বারে থাকি।
হর্ষ মনে করি তোমার পাক নামের সুকীর্তন।

কোন দোষে বাবা মোরে, রেখে দিলে দূরান্তরে।
সহে না এ পাপী প্রাণে বিচ্ছেদেরি হুতাশন।

দীন দাস নিরুপায়, তুমি বিনা লক্ষ্য নাই।
করিমরে রক্ষা কর দান করিয়ে শ্রীচরণ।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

দয়াল মাওলা মাইজভাণ্ডারী মদন মোহন