নব বসন্ত যৌবন পন্থে কাল জুদাই লাগেনা ভাল।
কুসুম কুঞ্জে ভ্রমরা গুঞ্জে কোয়েল কুমরী ঘঠাল কাল।
দেখিয়ে কুঞ্জে ফুলের হাসি বিয়োগী বল বল মন উদাসী।
গাহিছে গান ধরিছে তান বসে কদম্ব তমাল ডাল।
আমারি মনে যত বেদনা, বিরহ পথে যে যাতনা।
বুঝাব কারে ভব মাজারে বুঝিবে কেবা আমারি হাল।
যুকায়ছে লায়লা থাকি জিন্দা, তারা মোরে না করিত নিন্দা।
বিরহ বাণী প্রেম রাগিণী গাহিত সুর মিলায়ে তাল।
ছনম তোমারি বিরহানলে, মন পরাণ সতত জ্বলে।
মরি পরাণে তোমা বিহনে বল কি হালে কাটাব কাল।
করিম বেদিল বিনীত কণ্ঠে, তব যুগলে চরণে লুণ্ঠে।
ধরি চরণ রাখ জীবন দেখায়ে তব নূরী জমাল।