প্রেম নূরে নূরানী বাবা মামুজির চন্দ্রানন।
আবদুল মজিদ শাহা আজিম নগরী ধন।
প্রেমের পথিক যারা, প্রেমের ডাকে দিয়ে সাড়া।
প্রেমানন্দে আসি সবে ভজ বাবার শ্রীচরণ।
বাবাজ্বীর প্রেমাঙ্গিতে, নর নারী শতে শতে।
জগত যাতনা হতে পেয়ে গেছেন পরিত্রাণ।
প্রেম বাগানের কল্প তরু, ভাব রাজ্যের দীক্ষা গুরু।
ভ্রষ্টেরে দেখাতে পথ রেখে গেছেন গাউসধন।
দয়াল অন্তর অতি, মহাপ্রাণ মহামতি।
কৃপার ভিখারী যার স্বর্গের দেবতাগণ।
বাবাজীর শ্রীচরণে, কান্দিয়ে করিমে ভনে।
জগত ত্বরায়ে নিলা দাসের বেলা মৌন কেন।