ভাঙ্গল খেলা সন্ধ্যা বেলা যাচ্ছে তারা আপন পথে।
শেষে এল আগে গেল সুবোধ ছেলে খেলা জিতে।
সুবোধ ছেলে হাটে এল, হাট করিয়ে চলে গেল।
মুই বেচারা পয়সা হারা কেমনে যাব শূন্য হাতে।
ভবের খেলা দিনের বেলা, অল্পক্ষণ থাকবে মেলা।
সাধের বাজার থাকবেনা আর দিন মণি অস্ত যেতে।
ভবের খেলা না হওয়া, জগতে প্রশাংসা নেওয়া।
জয় নিশানা গেল জানা বাচা হুমাইয়ুন যেতে।
লইয়ে কল্পনা তরী, আশা সিন্দু দিলেম পারি।
সাধের ভরা ডুবে সাড়া, কুবাতাসে পেয়ে পথে।
এই ভব নদীর পারে, কেউ আশা ঘর বাধ নারে।
ঢেউ লাগিবে ভাসায়ে নিবে ঠের পাবিনা নিমিষিতে।
দেখলিনা করিমের আশা, সব হল সাগরে ভাসা।
জীবন খাতা রল গাঁথা শ্রীগুরুজীর চরণেতে।