কোরাণ যে জ্ঞান সিন্ধু

কোরাণ যে জ্ঞান সিন্ধু, হৈয়ে সেরূপ বিন্দু, নরাকৃতে সংক্ষিপ্তে প্রচার। ব্যাখ্যা তাঁর বিস্তারিত, ভব ছলে প্রকাশিত, বুঝিবারে আপ্ত মর্ম সার।। তবু না পাইলে মর্ম, কিসে হৈল তার জন্ম, ধর্ম গ্রন্থে করিবে বিচার। তিন মাঝে নহে ভিন, তিন আপ্ত পরিচিন, তিন মিলি একের বাহার।। এক মর্ম যে পাইবে, তিন অর্থ সে বুঝিবে, জ্ঞান ভবে হইবে সুজন। […]

কোরাণ যে জ্ঞান সিন্ধু, হৈয়ে সেরূপ বিন্দু,
নরাকৃতে সংক্ষিপ্তে প্রচার।
ব্যাখ্যা তাঁর বিস্তারিত, ভব ছলে প্রকাশিত,
বুঝিবারে আপ্ত মর্ম সার।।

তবু না পাইলে মর্ম, কিসে হৈল তার জন্ম,
ধর্ম গ্রন্থে করিবে বিচার।
তিন মাঝে নহে ভিন, তিন আপ্ত পরিচিন,
তিন মিলি একের বাহার।।

এক মর্ম যে পাইবে, তিন অর্থ সে বুঝিবে,
জ্ঞান ভবে হইবে সুজন।
এথা না পাইলে মর্ম, সার না করিলে ধর্ম,
পরকালে বিচ্ছেদে দাহন।।

আপ্ত মর্ম ধরে ধর, প্রেমানলে সিদ্ধ কর,
সাধি লও এথা আপ্ত জন।
সাধিলে আপন জন, পাইবেক নিরাঞ্জন,
এই রূপ তাঁহার বর্ণন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

কোরাণ যে জ্ঞান সিন্ধু