অহে পাপী মন থাকিতে জীবন

অহে পাপী মন, থাকিতে জীবন। সমাধিতে মন, কর নিমগন। দেহ স্বর্গপুরে, এ সপ্ত মন্দিরে, প্রবেশি নিবিরে, মিলিয়ে দু’জন।। পরান্ন বিহনে, নয়নে নয়নে, প্রেম রস পানে, কর আলিঙ্গন। দুজন মিশিয়ে, ভিন্নতা নাশিয়ে, একাকার হৈয়ে, করহ দর্শন।। বলয়ে মকবুলে, তবে কালে কালে, সর্বসৃষ্টি দলে, হবে সুকীর্তন। দু’কূলে তখন, পলাবে শমন, হবে না মরণ, সাফল্য জীবন।। লেখক: আবদুল […]

অহে পাপী মন, থাকিতে জীবন।
সমাধিতে মন, কর নিমগন।
দেহ স্বর্গপুরে, এ সপ্ত মন্দিরে,
প্রবেশি নিবিরে, মিলিয়ে দু’জন।।

পরান্ন বিহনে, নয়নে নয়নে,
প্রেম রস পানে, কর আলিঙ্গন।
দুজন মিশিয়ে, ভিন্নতা নাশিয়ে,
একাকার হৈয়ে, করহ দর্শন।।

বলয়ে মকবুলে, তবে কালে কালে,
সর্বসৃষ্টি দলে, হবে সুকীর্তন।
দু’কূলে তখন, পলাবে শমন,
হবে না মরণ, সাফল্য জীবন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

অহে পাপী মন থাকিতে জীবন