মনরে তুমি কারুদ্দেশে

মনরে তুমি কারুদ্দেশে, যোগী বেশে এই দেশে। স্বর্গ মেলা করি হেলা, হৈয়ে ভোলা বন বাসে।। এ পুতলা মাটির ঢিলা, তা পেয়ে কি হৈলা ভোলা। আয়ু বেলা অবহেলা, যাবে গো চৈলে নিমিষে।। বলে এ মকবুলে কিসে, কাঞ্চনপুর বনবাসে। বন্দি হৈলা মায়া ফাঁসে, চল এবে নিজ দেশে।। লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

মনরে তুমি কারুদ্দেশে, যোগী বেশে এই দেশে।
স্বর্গ মেলা করি হেলা, হৈয়ে ভোলা বন বাসে।।

এ পুতলা মাটির ঢিলা, তা পেয়ে কি হৈলা ভোলা।
আয়ু বেলা অবহেলা, যাবে গো চৈলে নিমিষে।।

বলে এ মকবুলে কিসে, কাঞ্চনপুর বনবাসে।
বন্দি হৈলা মায়া ফাঁসে, চল এবে নিজ দেশে।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

মনরে তুমি কারুদ্দেশে